এলো ৮ লাখ টাকা দামের বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ১০ মে ২০২০

উচ্চতর ক্ষমতাযুক্ত বাইক সবারই পছন্দ। তাই নতুন বাইকের খোঁজ সবসময়।

অনেকেই ২৫০ সিসি বাইকের খোঁজ করছেন। এ জন্য ৩-৫ লাখ টাকা খরচ করা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। আর এটি যদি ৭.৯৫ লাখ হয়? শুনে চমকে গেলেও এমনটাই হতে চলেছে।

বিখ্যাত ইটালিয়ান মোটরবাইক নির্মাতা সম্প্রতি ২৫০ সিসি এর একটি বাইক উন্মুক্ত করেছে।

এর নাম এপ্রিলিয়া আরএস ২৫০ এসপি। দাম ৭.৯৫ লাখ টাকা। তবে এটি শুধুমাত্র একটি রেসিং বাইক।

বাইকটির ডিজাইন করেছে এপ্রিলা এবং ইটালিয়ার মোটরসাইক্লিং ফেডারেশন এর অংশীদারিত্বে এটি নির্মাণ করে ওভালে।

জানা গেছে, বাইকটি আগামী বছর একটি প্রতিযোগিতায় ১১ বছর বয়সী রাইডারদের জন্য ব্যবহৃত হবে।

বাইকটি দেখতে অনেকটা রেসিং মেশিনের মতো। প্রায় ২৮ বিএইচপি এর তৈরি ২৫০ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে।

তবে এটি খুব শক্তিশালীও নয়। বাইকটির ওজন ১০৫ কেজি। তরুণ রাইডারদের জন্য এটি বেশ উপযুক্ত।

এছাড়া রেসিং এর জন্য একগুচ্ছ ইলেকট্রনিক বৈশিষ্ট্য রয়েছে এতে।

ইন্টারনেটে থেকে এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।