ভারতে আসছেন জুকারবার্গ


প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

ভারতে আসছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।চলতি মাসের ২৮ তারিখ আইআইটি-দিল্লির টাউন হলে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে তিনি ভারত আসছেন। শুক্রবার  জুকারবার্গ নিজে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে জুকারবার্গ লিখেছেন, বর্তমানে ভারতে ১৩ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। ভারতে ফেসবুক কমিউনিটিকে অন্যতম সক্রিয় ও পরস্পরযুক্ত কমিউনিটি বলে জুকারবার্গ তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

জুকারবার্গ তার স্ট্যাটাসের নিচে প্রশ্ন আহ্বান করেছেন এবং প্রশ্নে ভোট দিতে লাইক দিতে বলেছেন। ফেসবুক থেকে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ওই অনুষ্ঠানে সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি। জুকারবার্গের ওই অনুষ্ঠানটি ফেসবুক সরাসরি লাইভ ভিডিওর মাধ্যমে দেখাবে বলেও জানান জুকারবার্গ।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।