ডিলিট করা হবে টিকটক ভিডিও!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৭ এপ্রিল ২০২০

ভুয়া তথ্য দিয়ে ভিডিও তৈরির অভিযোগে ডিলিট করা হবে টিকটক ভিডিও।

টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, বিভিন্ন ভিডিওতে করোনা ভাইরাস নিয়ে ভুয়া তথ্য দেওয়া হয়েছে। যা সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে টিকটক।

এরই মধ্যে কিছু সাম্প্রদায়িক ভিডিও দেখা যাচ্ছে এই প্ল্যাটফর্মে। শুধু তাই নয়, করোনা সংক্রান্ত অনেক ভুয়া ভিডিও এই প্লাটফর্মে শেয়ার করা হচ্ছে। সেই সব ভিডিও ডিলিট করে দেওয়া হবে বলে জানাচ্ছে প্রতিষ্ঠানটি।

টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুতই তারা এই ধরনের ভিডিও বন্ধ করে দিবে। সারা বিশ্ব এই মুহূর্তে করোনা ভাইরসের বিরুদ্ধে লড়ছে।

এই মুহূর্তে এই জাতীয় ভুয়া তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পরলে তা অতিরিক্ত সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

এর আগে টিকটকের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে ১০০ কোটি টাকার চিকিৎসা সংক্রান্ত সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল জনপ্রিয় এই অ্যাপ। যার মধ্যে ছিল বিশেষ স্যুট এবং মাস্ক।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।