করোনা রোধে আইফোন পরিষ্কার রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২০

আইফোনের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। সংক্রমণের হাত থেকে বাঁচাতে নিয়মিত পরিষ্কার রাখা উচিত আপনার প্রিয় আইফোন

কী করে পরিষ্কার রাখবেন? তার উপায় জানিয়েছে অ্যাপল। নিজেদের ওয়েবসাইটে অ্যাপল এ সম্পর্কিত কিছু তথ্য জানিয়েছে।

অ্যাপল বলছে, ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপ বা ক্লোরক্স ডিসইনফেক্টিং ওয়াইপস ব্যবহার করে আইফোনের বাইরের অংশগুলো পরিষ্কার করা যেতে পারে। ব্লিচ কখনওই ব্যবহার করা উচিত নয়। পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যেন ফোনের কোন খোলা মুখে আর্দ্রতার স্পর্শ না থাকে।

ফোনে কালি, ডাই, নোংরা, খাদ্যকণা, তেল বা লোশন পড়লে সঙ্গে সঙ্গে সেটি পরিষ্কার করুন। এক্ষেত্রে ক্যাবল আনপ্লাগ করে আপনার ফোনটি বন্ধ করে নরম, সামান্য ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। ফ্রন্ট গ্লাসে থাকে ওলিওফোবিক আস্তরণ। তাতে ফিঙ্গারপ্রিন্টের দাগ পড়লে মুছতে নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিন।

একনজরে

১. সব ক্যাবল কেবল আনপ্লাগ করে আপনার ফোনটি বন্ধ করে দিন।
২. এবার নরম, সামান্য ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। লেন্সের কাপড় হলে খুব ভালো হয়।
৩. ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করবেন না।
৪. ফোনের কোনও খোলা মুখে যেন আর্দ্রতা স্পর্শ না করে।

খেয়াল রাখবেন হাইড্রোজেন পারক্সাইড রয়েছে এমন ক্লিনার, উইন্ডো ক্লিনার বা ঘর পরিষ্কার করার ক্লিনার দিয়ে কখনও পরিষ্কার করবেন না।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।