রাশিয়ায় গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ সেবা বন্ধ


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে নির্মাতা গুগলের সেবাগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে সার্চ জায়ান্ট এ প্রতিষ্ঠানটি। ফলে ক্রেতারা গুগলের বিভিন্ন সেবার বদলে অন্যান্য প্রতিষ্ঠানের সেবা নিতে পারবে। খবর ফক্স নিউজ।

রাশিয়ার ফেডারেল অ্যান্টি মনোপলি সার্ভিস (এফএএস) সম্প্রতি গুগলকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মোবাইল ফোনে গুগলের নিজস্ব সার্ভিসের পরিবর্তে থার্ড পার্টি সার্ভিস দেওয়ার নির্দেশ দেয়। দেশটির সার্চ সেবাদাতা প্রতিষ্ঠান ইয়ানডেস্ক`র অভিযোগের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে গুগল।

ইয়ানডেস্ক দেশটির ফেডারেল অ্যান্টি মনোপলি সার্ভিসের কাছে অভিযোগে জানায়, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে তাদের (ইয়ানডেস্ক) সার্চ ইঞ্জিন ইনস্টল বন্ধ করে দিয়েছে গুগল। একইসঙ্গে এ প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগলের সার্চ ইঞ্জিন আগে থেকেই প্রিলোডেড অবস্থায় বিক্রির বিরোধিতা করে আসছিলো। এরপর রাশিয়ান এফএএস কর্তৃপক্ষ গুগলকে এ নির্দেশ দিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী রাশিয়ায় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট (এওএসপি) ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এ ঘটনার পর গুগলের রাশিয়া অফিস থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।