দেশের উন্নয়নে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই : শামীম আহসান


প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর সভাপতি শামীম আহসান বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই। তরুণ উদ্যোক্তারাই তথ্য-প্রযুক্তি নির্ভর টেকসই বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।

মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘টিন-ট্র্রিপ্রিনিউয়ার ফিউশন’ নামক বিশেষ গেম তৈরি উপলক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ উদ্যোক্তা ও বক্তা সাবিরুল ইসলাম এবং ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহসান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের ব্যবসায়িক মানোন্নয়নে নেয়া এই উদ্যোগকে স্বাগত জানাই। আশাকরি এই গেমের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে। তারা ব্যবসায় প্রসারে নানা অভিজ্ঞতা লাভ করবে ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাবিরুল ইসলাম বলেন, ড্রিম-৭১-এর তরুণ, উদ্যমী এবং মেধাবী সব প্রযুক্তি নির্মাতাদের সঙ্গে নতুন অংশীদারিত্বে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

আরএম/জেডএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।