এক চার্জেই ৬৫ কিমি চলবে এই বাইক!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২০

বাজাজ এবং টিভিএস এর পর হিরো নিয়ে আসছে ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের নাম হবে হিরো ডুয়েট-ই।

আগামী কয়েক মাসের মধ্যেই এই স্কুটার বাজারে আসবে। হিরো ডুয়েট-ই স্কুটার সরাসরি প্রতিযোগিতা করবে বাজাজ চেতক এবং টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটারের সাথে।

যখন ২০১৬ সালে অটো এক্সপোতে হিরো ডুয়েট-ই কে সামনে আনা হয়েছিল, তখন এই স্কুটার সিঙ্গেল চার্জে ৬৫ কিমি পথ অতিক্রম করতে পারতো। এর সাথে ৬.৫ সেকেন্ডে এই স্কুটার ০-৬০ কিমি/ঘন্টা স্পিড নিয়ে নিতে পারে।

স্কুটারটির সামনের এবং পাশের প্যানেলে সবুজ গ্রাফিক্স দেওয়া হয়েছে। এর চাকার উপর সবুজ অ্যাকসেন্টও রয়েছে।

ভারতের বাজারে হিরো ডুয়েট-ই সাধারণ ভ্যারিয়েন্টের (পেট্রল চালিত) দাম ৪৮,২৮০ টাকা। তবে ইলেকট্রিক ভ্যারিয়েন্টের দাম কত হবে তা জানা যায়নি।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।