ইন্টারনেট সেবা দিতে উপগ্রহ পাঠাচ্ছে ফেসবুক
মহাকাশ থেকে উপগ্রহের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট দেওয়ার পরিকল্পনা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এই লক্ষ্যে আগামী জানুয়ারি মাসের মধ্যে কক্ষপথে একটি উপগ্রহও পাঠাতে চলেছে তারা। ফলে internet.org-এর লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেল।
মার্ক জুকারবার্গ সোমবার তার নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট জানিয়েছেন, ইউটেলস্যাট মহকাশ গবেষণা সংস্থার সঙ্গে পাকাপাকি কথা হয়েছে। ২০১৬ সালের মধ্যে ইউটেলস্যাটের সাহায্যে কক্ষপথে একটি উপগ্রহ পাঠানো হবে। যার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে আফ্রিকা মহাদেশে সহজেই ইন্টারনেট পরিষেবা দেওয়া যাবে।
জুকারবার্গ আরো জানিয়েছেন, যে উপগ্রহটি এই কাজে তৈরি হচ্ছে তার নাম এএমওএস-৬। বর্তমানে ইউটেলস্যাট গবেষণাগারেই এএমওএস-৬ নামের উপগ্রহটি তৈরি হচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইউরোপ ও আমেরিকা মহাদেশের বাইরে কম খরচের ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য internet.org পরিষেবার চালু করেছে ফেসবুক। সেইসঙ্গে বিভিন্ন উড়োজাহাজ, ড্রোন, চ্যানেল প্রভৃতির মাধ্যমে সহজে ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা করেছে ফেসবুক।
আরএস/এমএস