শেষ হলো গুগল ডেভেলপার স্টাডি জ্যাম


প্রকাশিত: ০৩:০৩ এএম, ০৬ অক্টোবর ২০১৫

‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামে গুগল বাংলাদেশ নতুন অ্যান্ড্রয়েড ডেভলপার তৈরির লক্ষ্যে ১ মাস ব্যাপী বিশেষ স্টাডি জ্যাম সেশন আয়োজন করে। গত ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশে গুগলের এই কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) চারটি  কমিউনিটি; জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাও, জিডিজি বাংলা এবং উইমেন টেকমেকার।    

এই কার্যক্রম সম্পর্কে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার ম্যানেজার ও এই প্রজেক্টের প্রধান সমন্বয়ক আরিফ নিজামী বলেন,‘বাংলাদেশের ৭টি বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮টি ভেন্যুতে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এখানে ৩৮টি গ্রুপে সর্বমোট ১১৭২ জন অংশগ্রহণকারীদেরকে প্রতি সপ্তাহে ১টি করে ৬ ঘণ্টার ক্লাস এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ডেভেলপিং শিখানো হয়। ৭ হাজারেরও বেশি আগ্রহী স্টুডেন্টস প্রোগ্রামটির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে, যেখান থেকে বাছাইকৃত স্টুডেন্টসদের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি গ্রুপে একজন করে কোঅর্ডিনেটর লিড করেন।’

আরিফ নিজামী আরো বলেন, ‘গুগলের এই স্টাডি জ্যামে তৈরি হওয়া ১১৭২ জন এন্ড্রয়েড ডেভেলপারকে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর শুরু হতে যাছে ‘‘DevFest ২০১৫” ।

এই আয়োজনের সহযোগী হিসেবে ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, এমসিসি লিমিটেড, বেসিস স্টুডেন্টস্ ফোরাম ও প্রেনিউরল্যাব।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।