টুইটারের নতুন প্রধান জ্যাক ডোরসি


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি। সোমবার চতুর্থ প্রধান নির্বাহী হিসেবে তার নাম ঘোষণা করেছে টুইটার। খবর নিউইয়র্ক টাইমসের।

একইসঙ্গে ৩৮ বছর বয়সী জ্যাক ডোরসি স্কয়ার নামে একটি মোবাইল বিল পরিশোধকারী কোম্পানির প্রধান নির্বাহী ও চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন। তবে টুইটারে তিনি বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হয়েছেন। এ সম্পর্কে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছেন তিনি।

চলতি সপ্তাহে ডোরসি ও টুইটারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিতে প্রজেক্ট লাইটেনিং নামে একটি নতুন ফিচার যুক্ত করার কথা জানান। নতুন এই ফিচারটিতে ব্যবহারকারীর টুইটের ওপর ভিত্তি করে টপ টুইট দেখাবে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসে টুইটারে গড়ে অন্তত ৩১৬ মিলিয়ন ব্যবহারকারী টুইট করে থাকে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।