ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০৫ অক্টোবর ২০১৫

মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারী প্রতি ১০০ জনে ৬ দশমিক ৪ জন। ভারতে ৫ দশমিক ৫ জন ও পাকিস্তানে এই হার ৫ দশমিক ১ জন।

২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০১৫ সালের বিশ্ব ব্রডব্যান্ড পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদেন এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইলে ইন্টারনেট ব্যবহারে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯। অন্যদিকে ভারত ১৫৫ ও পাকিস্তানের অবস্থান ১৫৬ তম।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মোবাইল ব্রডব্যান্ড ব্যবহারকারী প্রতি ১০০ জনে ৬ দশমিক ৪ জন। ভারতে ৫ দশমিক ৫ জন ও পাকিস্তানে এ হার ৫ দশমিক ১ জন।  ২০১৪ সালে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাসাবাড়িতে ইন্টারনেট সংযোগের হার ছিলো ৪ দশমিক ৬ শতাংশ (১০২তম) । ২০১৫ সালে এসে এ হার দাঁড়ায় ৬ দশমিক ৪ ও  বিশ্বের ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম।

২০১৪ সালে প্রতি ১০০ জনে  ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬ (০.৬ শতাংশ)। ব্রডব্যান্ড তালিকায় ১৮৯টি দেশের মধ্যে ২০১৫ সালে বাংলাদেশ ৪ ধাপ এগিয়ে হয়েছে ১৩২ তম। এক্ষেত্রে সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশের একধাপ ওপরে ভারত ১৩১। এখানেও বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের অবস্থান ১৩৫ ও ব্যবহারকারীর হার ১ দশমিক ১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, দেশে ব্যক্তিগত পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার ৯ দশমিক ৬। বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৬২তম। ১৪৪টি উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৫তম। ৪৮টি স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২২তম।

বিশ্বব্যাপী ইন্টারনেটের বিস্তার ঘটলেও এখনো বিশ্বের অধিকাংশ মানুষ এই সুবিধা পাচ্ছেন না। এ বছরের শেষেও বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এ সুবিধা বঞ্চিত থাকবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।