বাংলালিংকের বাংলা বই পড়ার অ্যাপ ‘বই ঘর’


প্রকাশিত: ১১:০৩ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক চালু করলো ‘বই ঘর’ নামে একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল বাংলা ই-বুক অ্যাপ। এই অ্যাপের সাহায্যে গ্রাহকরা যেকোনো সময়ে বিনামূল্যে তাদের মোবাইল ফোনে নতুন নতুন বাংলা বই ডাউনলোড করে পড়তে পারবেন। এই অনন্য ডিজিটাল পদক্ষেপের মাধ্যমে বাংলা বইয়ের এক বিশাল সম্ভার চলে এলো বাংলালিংক গ্রাহকদের হাতের মুঠোয়।

দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ন মোবাইল বাংলা ই-বুক গ্রন্থাগার হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে বাংলালিংক “বই ঘর” অ্যাপ এর সংগ্রহে থাকছে বাংলা সাহিত্যের জনপ্রিয় সব আধুনিক ও ক্লাসিক বই। এছাড়াও গ্রাহকদের জন্য বৈচিত্র্য আনতে এখানে নিত্যনতুন বই এর সংগ্রহ বেড়ে চলবে প্রতিদিন।

এই অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে গ্রাহকগন গুগল প্লে স্টোরে ‘বই ঘর’ লিখে সার্চ করতে পারেন অথবা ৭০৫০ নম্বরে ‘START BM’ লিখে এসএমএস এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন। অ্যাপ ডাউনলোডের জন্য দৈনিক ২.৩৭ টাকা সাবস্ক্রিপশন চার্জ প্রযোজ্য হবে।

বাংলালিংক এর ভ্যাস এন্ড ডেটা জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জিয়াউল হক সিকদার বলেন, এই বিশেষ অ্যাপটি চালু করতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সভ্যতাকে আমাদের সংরক্ষণ করা উচিত। যদি এই কাজগুলোকে আমরা ডিজিটালাইজড না করি তবে ইতিহাসের পাতায় এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।