দাম কমলো ব্যান্ডউইথের


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনঃনির্ধারণ করেছে। যা গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে।মঙ্গলবার সংস্থাটি পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএল’র আইআইজি, আইএসপি, আইটিসি, নিক্স, ডাটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনঃনির্ধারণ করা হয়েছে। মাসিক ব্যান্ডউইথ চার্জ প্রতি এমবিপিএস’র জন্য সর্বোচ্চ ৯৬০ টাকা এবং সর্বনিম্ন তিনশ ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত এ চার্জে উচ্চহারে ব্যান্ডউইথ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে।

বিস্তারিত বিটিসিএল’র ওয়েবসাইট www.btcl.gov.bd

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।