অ্যামটবের সভাপতি সুপন, সহ-সভাপতি পিডি শর্মা


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৫

মোবাইলফোন অপারেটরদের সংগঠন ‘দ্য অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ’র (অ্যামটব) নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রবির প্রধান নির্বাহী সুপন বীরাসিংহে। তিনি বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সিতারার স্থলাসিভিক্ত হবেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এয়ারটেলের প্রধান নির্বাহী পিডি শর্মা।

সোমবার অ্যামটব একথা জানিয়েছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অ্যামটব মহাসচিব হয়েছেন টিআইএম নুরুল কবীর।

দেশের ছয়টি সেলফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, সিটিসেল ও টেলিটকের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে কাজ করছে অ্যামটব।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।