বন্ধ হচ্ছে উইন্ডোজ সেভেন


প্রকাশিত: ০৩:৪২ এএম, ১০ জুলাই ২০১৪

ডেস্কটপ অপারেটিং সিস্টেম এক্সপির পর এবার উইন্ডোজ সেভেনের সেবা বন্ধ করছে মার্কিন শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। আগামী বছরের শুরুর দিকে সেভেনের সব সেবা বন্ধ করবে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক এক বিবৃতিতে উইন্ডোজ সেভেনের সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়। খবর- বিজনেস ইনসাইডার

প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, ২০১৫ সালের ১৩ জানুয়ারি থেকে বিনামূল্যে উইন্ডোজ সেভেনের মেইনস্ট্রিম সেবা বন্ধ করবে মাইক্রোসফট। এজন্য গ্রাহকদের নিরাপত্তার জন্য আগাম সতর্কতামূলক ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরুর দিকে অনেকটা আকস্মিকভাবেই উইন্ডোজ এক্সপির সেবা বন্ধ করা হয়। ফলে বিশ্বব্যাপী এক্সপির অসংখ্য গ্রাহক নিরাপত্তা হুমকিতে পড়ে। মূলত এ কারণেই সেভেনের সেবা প্রদান বন্ধের আগেই সংশ্লিষ্ট ঘোষণা দিল প্রতিষ্ঠানটি, যাতে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা আগাম প্রস্তুতি নিতে পারে।

উইন্ডোজ এক্সপির সেবা বন্ধের পরপরই অপারেটিং সিস্টেমটির ব্যবহারকারীরা বড় ধরনের সাইবার হামলার শিকার হয়। বিশ্বব্যাপী ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে সেবা প্রদান বন্ধের আগ পর্যন্ত এক্সপির ব্যবহার ছিল উল্লেখ করার মতো। এছাড়া বিশ্বের অধিকাংশ ব্যাংকের এটিএম বুথগুলোয় এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে আসছিল। যার কারণে হামলার পরপরই আবারো এক্সপির ব্যবহারকারীদের সাময়িক সেবা প্রদান শুরু করেছিল মাইক্রোসফট। তবে এবার উল্লিখিত সময়ের পরও কোনো গ্রাহক উইন্ডোজ সেভেন ব্যবহার অব্যাহত রাখলে তার দায়দায়িত্ব প্রতিষ্ঠানটি নেবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে অল্প সময়ের মধ্যে একাধিক অপারেটিং সিস্টেম চালু করার কারণে এক্সপির ব্যবহারকারীরা এখন উইন্ডোজ সেভেন ব্যবহার করতে শুরু করেছে। তবে এক্সপির সেবা বন্ধের পরপরই সেভেনের সেবা বন্ধের ঘোষণা আসায় ব্যবহারকারীরা অনেকটা বিপদের সম্মুখীন হচ্ছে বলে উল্লেখ করা হয় বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ গ্রাহক প্রতিষ্ঠানটির নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ ও ৮.১ ব্যবহার করতে আগ্রহী নয় বলেও উল্লেখ করা হয়।

মাইক্রোসফটের এ সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো, যারা উইন্ডোজ সেভেনের সেবা প্রদান অব্যাহত রাখার জন্য মূল্য পরিশোধ করে থাকে। এ ধরনের অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত সেভেনের সেবা প্রদান অব্যাহত রাখার দাবি তুলেছে।

বিশ্লেষকদের মতে, অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণগুলোর অধিক প্রচলনের জন্য পুরনো অপারেটিং সিস্টেমের সেবা প্রদান বন্ধ করছে মাইক্রোসফট। এছাড়া সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেমগুলো নিরাপত্তার জন্যও হুমকি বলে উল্লেখ করেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের ধারণা, আগামী বছর সেভেনের সেবা বন্ধের পরপরই অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ চালু করবে মাইক্রোসফট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।