ভারতে কারখানা খুলবে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

ভারতে কারখানা খুলবে বিশ্বখ্যাত কম্পিউটার ও মোবাইল প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। জানা যায়, সম্প্রতি অ্যাপলকে ভারতে কারখানা গড়ার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

সম্প্রতি সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তি তারকাদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। ঘুরে দেখেন অ্যাপলের সদর দফতর। এসময় অ্যাপলের সিইও টিম কুককে ভারতে কারখানা গড়ার আমন্ত্রণ জানান মোদী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে কথা হয় মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও গুগলের সিইও সুন্দর পিচাইয়ের। হাজির কোয়ালকম, অ্যাডোবসহ একাধিক নামী সংস্থার সিইও-রা। মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সফল করতে পাশে থাকার আশ্বাস দেন প্রত্যেকেই।

এ সময় অ্যাপলের সিইও টিম কুক, গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, অ্যাডোব, টেসলা মোটর্স, সিসকো, কোয়ালকমের মতো বিশ্ব কাঁপানো সংস্থার কর্তাদের সামনে ভারতে তথ্যপ্রযুক্তির প্রভাবের সারমর্ম তুলে ধরেন ভারতের প্রধানমমন্ত্রী। তিনি বলেন, সামাজিক যোগাযোগ সামাজিক প্রাচীরগুলোকে ভেঙে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম কখনই যোগাযোগ স্থাপন করার জন্য ব্যক্তি-পরিচয়কে মাণদণ্ড হিসেবে ধরে না।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে একাধিক অনলাইন সংবাদপত্রে জানানো হয়েছে, ভারতে অ্যাপলের কারখানা গড়তে টিম কুককে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এ সময় ইতিবাচক উত্তর মিলেছে টিম কুকের তরফ থেকে। অ্যাপলের সর্ববৃহৎ উৎপাদন-বিভাগ ফক্সকন ভারতে উৎপাদনি ইউনিট খোলার ইচ্ছা প্রকাশ করেছেন।

অন্যদিকে, কোয়ালকমের সিইও পল জেকবস ঘোষণা করেছেন, জ্বালানি উদ্বাভাবনী ক্ষেত্রে ভারতে প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। সাহায্যের আশ্বাস দেন অন্যান্যরাও।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।