মিনায় বাংলাদেশি হাজিদের খোঁজ নিতে জিপির ১ টাকার অফার


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

সৌদিতে অবস্থানরত বাংলাদেশের হাজিদের খোঁজ নিতে যে কোনো গ্রামীণফোন (জিপি) নম্বর থেকে দেশটিতে কল করা যাবে। আর এজন্য প্রতিমিনিট খরচ পড়বে মাত্র ১ টাকা । এ রেট শনিবার রাত ১২টার আগ পর্যন্ত।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীনফোন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে ৭১৭ জন হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৮৬৩ জন। এ ঘটনায় বাংলাদেশি ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশি হাজিদের উৎকণ্ঠিত স্বজনদের জন্য এ অফার দিল জিপি।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।