সাইবার হামলায় বিপর্যয়ে অ্যাপল স্টোর


প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

ব্যাপক সাইবার হামলায় বিপর্যয়ের মুখে পড়েছে অ্যাপলের অ্যাপ স্টোর। চীনা হ্যাকারদের এই হামলায় অন্তত ৪ হাজার অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, উইচ্যাটসহ কমপক্ষে ২৫টি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। চীনা হ্যাকারদের হামলাতেই এই নাজেহাল অবস্থা তৈরি হয়েছে।

স্মার্ট ফোনের দুনিয়ায় বিপ্লব আনা অ্যাপলের অ্যাপ স্টোরে বেশ কিছু অ্যাপ্লিকেশনে গড়বড় দেখা দিচ্ছে বলে সাইবার নিরাপত্তা সংস্থাগুলো আগেই জানিয়েছিলো। তবে জোবসের সংস্থা কখনো স্বীকার করেনি সে কথা। কিন্তু, অবস্থা গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, চীনা হ্যাকারদের হামলায় প্রতিষ্ঠানটির অ্যাপ স্টোর ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে।

কীভাবে হামলা হল অ্যাপলের স্টোরে? ‘এক্সকোডঘোস্ট’ নামে একটি ম্যালওয়্যারের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে অ্যাপলকে জানিয়েছে সংস্থার সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক সংস্থা। হ্যাকাররা কৌশলে লুকিয়ে অ্যাপলের অ্যাপ স্টোরে ম্যালওয়্যার ছড়িয়েছে।

অ্যাপ স্টোরে ওই সব চীনা অ্যাপসে ঢুকে পড়েছে ‘এক্সকোডঘোস্ট’ও। তারপর ছড়িয়ে পড়েছে অ্যাপ স্টোরে থাকা অন্যান্য অ্যাপের মধ্যেও। ফলে অ্যাপ স্টোরের প্রায় চার হাজার অ্যপ্লিকেশনকে যথাযথভাবে ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।