ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনে বিরক্ত হন অনেকেই। প্রয়োজনের চেয়ে অনেক সময় অপ্রয়োজনীয় নোটিফিকেশন এর অন্যতম কারণ।

আজ আপনাকে জানাবো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের নোটিফিকেশন বন্ধ করার উপায় -

হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বন্ধ করুন

এজন্য প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এরপর নোটিফিকেশনে যেতে হবে। এখানে কনভার্সেশন টোন্স বক্স আনচেক করতে হবে। এরপর সব গ্রুপের নোটিফিকেশন বন্ধ হবে। তবে আপনারা আলাদা আলাদা গ্রুপে গিয়েও তা মিউট করতে পারবেন।

ফেসবুকে নোটিফিকেশন বন্ধ করুন

নিজের অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুকের অ্যাপ ওপেন করুন। এবার এখানে তিনটি হরাইজেন্টাল লাইন দেখা যাবে। এখানে ক্লিক করুন এবং এখানে সোয়াইপ ডাউন করে নোটিফিকেশন সেটিংসে অপশন পাবেন। এতে ট্যাপ করে এখানে নোটিফিকেশন পাওয়া যাবে। নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে, যা বন্ধ করতে চান তার ওপর ক্লিক করুন। এবার এ পরিবর্তন সেভ করুন।

ইন্সটাগ্রামে নোটিফিকেশন বন্ধ করুন

বন্ধুদের একাধিক পোস্টের নোটিফিকেশন বন্ধ করতে চাইলে প্রথমে ইন্সটাগ্রামে যান। এখানে এর নোটিফিকেশন সেকশন বন্ধ করুন। এজন্য ইন্সটাগ্রাম ওপেন করতে হবে। এরপর আপনার প্রোফাইল আইকন ট্যাপ করতে হবে। এখানে তিনটি ডট দেখতে পাবেন। এটি সোয়াইপ ডাউন করে সেটিংস পাবেন। এখানে পুশ নোটিফিকেশনে ক্লিক করুন। এভাবে আপনি এর নোটিফিকেশন বন্ধ করতে পারবেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।