দাবানলে ছাই ক্যালিফোর্নিয়ার টেলিফোন জাদুঘর


প্রকাশিত: ০৩:০৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ক্যালিফোর্নিয়ার সান অ্যান্ড্রেস শহরের কাছে টেলিফোনকেন্দ্রিক জাদুঘরটি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। গত সপ্তাহে জেকেএল মিউজিয়াম অব টেলিফোনি নামের এ জাদুঘরটি এ ঘটনা ঘটে।

জন কে. লা রুই জাদুঘরটি মূলত টেলিফোনের ইতিহাস সংরক্ষণে ব্যবহার হতো। ১৮০০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টেলিফোন প্রযুক্তির বিপুল সংখ্যক নিদর্শন ছিল এখানে। কিন্তু সাম্প্রতিক দাবানলে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা টেলিফোনগুলো পুড়ে ছাই হয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, তবে হতাশ হওয়ার তেমন কোনো কারণ নেই। এটি পুনর্নির্মাণ করা হবে। কিন্তু জাদুঘরটি আগের মতো করে গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো আর তাদের হাতে নেই।

তাই যাদের কাছে পুরনো টেলিফোন রয়েছে, তাদের যোগাযোগের অনুরোধ জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।