ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ফেসবুকে অনেকের প্রোফাইল বা পেজের নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন! কিন্তু কেন? এমন প্রশ্ন মনে হতে পারে। কারণ সবার নামের পাশে তো এমনটি নেই।

ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এই টিক চিহ্নকে বলা হয় ব্লু ব্যাজ। যথাযথ নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ‘ভেরিফাই’ করলে এই ব্লুজ পেজ পাওয়া যায়। প্রোফাইল বা পেজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে দীর্ঘদিন ধরেই এই সুবিধা দিচ্ছে ফেসবুক।

ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে-

- প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন।

- এরপর পেজ বা প্রোফাইল নির্বাচন করুন।

- প্রোফাইল হলে নির্ধারিত বক্সে প্রোফাইলে লিংক দিন।

- অফিসিয়াল আইডি (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি আপলোড করুন।

- অফিসিয়াল পেজের লিঙ্ক দিন।

- Additional Information বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।

- এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

তথ্য সাবমিট করার কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।

এএ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।