আইফোন ১১-এ যা রয়েছে
আইফোন ১১ উন্মোচন করল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যা ২০ সেপ্টেম্বর থেকে বাজারে কিনতে পাওয়া যাবে।
এই ফোনে রয়েছে আইফোন এক্সআর এর আপডেট ভার্সন। পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, স্পাটিয়াল অডিও, ডলভি এটমাস সাপোর্ট এবং উন্নত ব্যাটারি ফিচার।
আইফোন ১১-এ আপনি পাবেন ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। এই ফোনে নতুন এ১৩ বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে।
অ্যাপল দাবি করেছে, এই প্রসেসরে সবচেয়ে CPU এবং GPU ব্যবহার করা হয়েছে। আইফোন ১১ ফোনটি নতুন আইওএস ১৩ অপারেটিং সিস্টেমের সাথে উন্মুক্ত করা হয়েছে।
এই ফোনের পিছনে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ১২ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল মেন শুটার ক্যামেরা দেওয়া হয়েছে। যার অ্যাপারচার এফ/ ১.৮। মেন ক্যামেরার সাথে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে।
ফোনের পিছনের ক্যামেরায় স্মার্ট এইচডিআর, নাইট মোড, পোর্ট্রেট মোড এবং ৬০ এফপিএস এর সাথে 4K ভিডিও রেকর্ডের সুবিধা আছে। সেলফির জন্য এই ফোনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাহায্যে 4K ভিডিও সহ স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাওয়া যাবে।
আইফোন ১১ একবার চার্জে আইফোন এক্সআর এর থেকে ১ ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
*** আইফোন ১১ এর আপডেট পেতে চোখ রাখুন এই পাতায়।
এএ