রাস্তায় ঘুরছেন মহাকাশচারী! (ভিডিও)

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৯

চাঁদের বুকে হাঁটছেন মহাকাশচারী। চন্দ্রপৃষ্ঠে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে তাঁকে। এগিয়ে চলেছেন তিনি। কিন্তু একী! তার ঠিক পাশ দিয়ে চলে গেল একটি অটো! পিছনে আরও দু-একটা গাড়ি দাঁড়িয়ে।

ব্যাপারটা কী? না, চন্দ্রপৃষ্ঠ নয়, আসলে রাস্তা দিয়েই মহাকাশচারীর পোশাক পরে ঘুরছেন এক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরে। চিত্রশিল্পী বাদল নঞ্জুনদাস্বামী থ্রি ডি স্ট্রিট আর্টের মধ্যে দিয়ে এমনই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে তার ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করেছেন। আসলে শহরের রাস্তার বেহাল দশা সরকারের সামনে তুলে ধরতেই এমন অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তিনি। রাস্তার মধ্যে খানাখন্দ পেরিয়ে প্রতিদিন এভাবেই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। আর বৃষ্টিতে সেখানে পানি জমে গেলে তো আর কথাই নেই। দিনের পর দিন পথঘাটের এমন করুন অবস্থা দেখেও কোনও পদক্ষেপ করেনি সরকার। আর তাই একেবারে অন্যরকমভাবে প্রতিবাদ জানিয়েছেন বাদল।

ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, ‘হ্যালো BBMP কমিশনার’।

ভিডিও পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। বাদলের এমন প্রতিবাদের প্রশংসা করেছেন নেটিজেনরা।

ওই শহরের রাস্তাঘাট দেখভালের দায়িত্বে রয়েছে ব্রুহত বেঙ্গালুর মহানগর পালিকে বা বিবিএমপি। তাদের নজর কাড়তেই এই প্রতিবাদ। যদিও তাদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে এই প্রথমবার নয়। এর আগেও সরকারের ঘুম ভাঙাতে নানা পদক্ষেপ করেছেন বাদল। গত জুনে রাস্তার মাঝে একটি হাতে তৈরি বিরাট আকারের কুমির রেখে দিয়েছিলেন তিনি। খানাখন্দের চেহারাটা যেন স্পষ্ট চোখে পড়ে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।