ভারতে ফুড ডেলিভারি সেবা চালু করছে অ্যামাজন
ভারতের বাজারে ফুড ডেলিভারি সেবা চালু করছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। উৎবের মৌসুম শুরুর আগেই ফুড ডেলিভারির ব্যবসা চালু করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর জিনিউজ
ইতিমধ্যেই ফুড ডেলিভারির সেবা শুরু করার বিষয়ে কাজ শুরু করে করেছে অ্যামাজন। ভারতীয় প্রতিষ্ঠান ক্যাটারম্যানের সঙ্গে চুক্তিও করেছে। কর্মী নিয়োগ করাও শুরু করে দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই নতুন ফুড ডেলিভারি অ্যাপের নাম কি হবে তা এখনো জানা যায়নি।
চলতি বছর সেপ্টেম্বরে চালু হতে পারে এই সেবা। এর আগে যুক্তরাষ্ট্রে এমন সেবা চালু করেছিল অ্যামাজন। তবে সুবিধা করতে না পারায় গত মাসে তা বন্ধ করে দেয়।
এর আগে ২০১৭ সালে ওলাও এমন সেবা শুরু করেছিল। তবে প্রতিযোগিতায় টিকতে পারেনি ওলা।
এএ