আইফোন কিনতে কিডনি বিক্রি!


প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

কয়েকদিন আগেই বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন-৬ এস। অ্যাপলের নতুন এই ফোন বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। চীনেও ফোনটির জনিপ্রয়তা একবারেই তুঙ্গে। অ্যাপলের নতুন আইফোন কেনার পরিকল্পনা মাথায় আসে দেশটির জিয়াংসু প্রদেশে দুই তরুণের।

এরপর তারা আইফোন-৬ এস কেনার জন্য কিডনি বিক্রির পরিকল্পনা করে। তাদের মধ্যে একজনের নাম উয়ু। আইফোন-৬ এস বাজারে আসার পর থেকেই তার শখ অ্যাপেলের লেটেস্ট ফোনটি কিনবেন। কিন্তু অর্থের অভাবে মডেলটি কিনতে পারছিলেন না। তখন এক বন্ধু তাকে পরামর্শ দেন, কিডনি বিক্রি করে ফোনটি কেনার।

পরে অনলাইনের মাধ্যমে অবৈধ অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগও করেন তারা। নানজিংয়ের এক হাসপাতালে ওই দুই তরুণকে পরীক্ষার জন্য আসতে বলেন ব্যবসায়ী। ১২ সেপ্টেম্বর হাসপাতালে পৌঁছে দেখেন ওই ব্যবসায়ী নেই। এরপর উয়ু কিডনি বিক্রির পরিকল্পনা বাদ দেয়। কিন্তু এ সিদ্ধান্তে অটল থাকে তার বন্ধু হুয়াং।

বন্ধুর কিডনি বিক্রি ঠেকাতে উয়ু পুলিশকে ফোন করেন। তারপর থেকে পলাতক আছেন হুয়াং।

এর আগে ২০১৩ সালে চীনের এক দম্পতির বিরুদ্ধে আইফোন ও বিলাসী পণ্য কিনতে নিজেদের কন্যাশিশুকে বিক্রি করে দেন। ঝাং ও তেং দম্পতি প্রায় ছয় লাখ টাকার বিনিময়ে তাদের কন্যাশিশুকে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়। ইন্টারনেট, আইফোন ও অন্যান্য বিলাসী পণ্য কিনতে এই টাকার খরচ করে তারা। পরে ওই দম্পতির ব্যাংক হিসাবের লেনদেনেও এর প্রমাণ পাওয়া গেছে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে স্মার্টফোন কিনতে তিন কিশোর রক্ত বিক্রি  করতে রাজি হয়। পরে ৭ আগস্ট রক্ত বিক্রির সময় ভারতের উত্তর প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা তাদের উদ্ধার করে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।