হঠাৎ আইফোনে আগুন, যা করলো কিশোরী

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৫ জুলাই ২০১৯

১১ বছর কিশোরীর হাতে একটি আইফোন - ৬ এ আগুন ধরেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। আগুনে কিশোরীর কম্বল ফুটো হয়ে গেছে। পরে সেই ফোন কম্বলের নিচ থেকে সে ছুঁড়ে ফেলে দেয়।

ওই কিশোরী জানায়, আমি বসে ছিলাম। আমার হাতে ছিল আইফোন। তখনই আমি চারদিকে স্ফুলিং দেখতে পাই। সাথে সাথে আমি ফোনটি কম্বলের উপরে ছুঁড়ে দিই। কম্বলে আগুন লেগে ফুটো হয়ে গেছে।

কিশোরীর মা মারিয়া আদাতা অ্যাপল কাস্টমার কেয়ারে ফোন করলে কোম্পানি এই ঘটনার ছবি তুলে পাঠানোর অনুরোধ করেছে। একই সাথে ফোনটি কোম্পানির কাছে ফেরৎ পাঠানোর অনুরোধ জানিয়েছে অ্যাপল।

মারিয়া বলেন, আমার মেয়ের বড় ক্ষতি হয়ে যেতে পারত। আমি ভাগ্যবান যে ও সুস্থ রয়েছে।

অ্যাপল জানিয়েছে, একাধিক কারণে আইফোনে আগুন লাগতে পারে। থার্ড পার্টি চার্জার ক্যাবল ব্যবহারের কারণে আইফোনে সবচেয়ে বেশি আগুন লাগে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।