১০০ আইটি ইঞ্জিনিয়ার নেবে জাপান


প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৫

ইন্টারনেট উৎসবে গ্লোবাল আইটির ‘ভি’ সাইন দেখালো জাপান। এরই মধ্যে দেশটি বাংলাদেশ থেকে ১০০ আইটি ইঞ্জিনিয়ার নেবে বলে জানিয়েছে। চড়া বেতনে জাপানে বিশ্বখ্যাত কয়েকটি আইটি কোম্পানিতে কাজ কারার সুযোগ পাবেন ইঞ্জিনিয়াররা।

বাংলাদেশ জাপান ইনফরমেশন টেকনোলজি’র (বিজেআইটি) সহযোগিতায় যাবেন এসব ইঞ্জিনিয়ার। দেশটিতে একজন জাপানি আইটি ইঞ্জিনিয়ারের মাসিক বেতন ৪ লাখ জাপানি ইয়েন। বাংলাদেশি ইঞ্জিনিয়ারের বেতনও দেয়া হচ্ছে সমপরিমাণ ইয়েন।

নিয়োগকর্তারা কি কারণে একই বেতনে জাপানি ইঞ্জিনিয়ারদের বদলে বাংলাদেশিদের নিতে আগ্রহী। এমন প্রশ্নের জবাবে জাপানের ‘বিজেআইটি এইচআর এজেন্সি লিমিটেড’ এর প্রধান নির্বাহী ইয়াসুহিরু আকাসি জাগো নিউজকে বলেন, জাপানিজরা ইংরেজিতে কিছুটা দুর্বল। এক্ষেত্রে বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়াররা ভালো ইংরেজি জানেন। আইটি সেক্টরে ইংরেজির ব্যবহার বেশি। যে কারণে জাপানের আইটি বাজারে বাংলাদেশিদের চাহিদা বেশি।

অন্য এক প্রশ্নের জবাবে ইয়াসুহিরু আকাসি জানান, জাপানের দক্ষ জনশক্তির আইটি শ্রমবাজারে বছরে দুই শ’ আইটি ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে। এছাড়া জাপানের বাইরে সিঙ্গাপুরেও বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ারের ব্যাপক চাহিদা রয়েছে।
 
তিনি জানান, আইটি ইঞ্জিনিয়ারদের জাপানে যেতে কোন খরচ করতে হয় না। জাপানি লেবার ল অনুযায়ী নিয়োগ কর্তারাই সব খরচ বহন করবেন।

আরএম/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।