জিমেইলে নতুন ১৩ ভাষা সংযোজন
গুগলের ই-মেইল সেবা জিমেইলে আরও ১৩টি নতুন ভাষা সংযোজন করা হয়েছে। ফলে বিশ্বব্যাপী এখন ৭১টি ভাষায় মেইল আদান-প্রদানের সেবা দেবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি গুগলের পক্ষ থেকে এক বিবৃতিতে ভাষা সংযোজনের বিষয়টি নিশ্চিত করা হয়। খবর ম্যাশেবল
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, বিশ্বব্যাপী বিভিন্ন ভাষাভাষীর মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯৪ শতাংশকে ভাষাগত সমস্যা ছাড়াই সেবা দেবে জিমেইল। সম্প্রতি নতুন যে ১৩টি ভাষা সংযোজন করা হয়েছে সেগুলো হচ্ছে- আফ্রিকান, আজারবাইজান, চাইনিজ, ফ্রেঞ্চ, গ্যালিশীয়, জর্জিয়ান, খেমের, লাও, মঙ্গোলিয়ান, নেপালি, সিংহলি ও জুলু। জিমেইল ব্যবহারকারীরা এখন এ ভাষাগুলো ব্যবহার করে মেইল আদান-প্রদান করতে পারবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া ব্যবহারকারীরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন, যোগাযোগ রক্ষার জন্য ৭১টি ভাষার মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন। উদাহরণস্বরূপ, কোনো ব্যবহারকারী যদি স্প্যানিশ ভাষায় মেইল পড়তে চান বা কানাডিয়ান ফ্রেঞ্চ মুছে ফেলতে চান। সেক্ষেত্রে সেটিংস পরিবর্তনের সুযোগ দেবে জিমেইল। প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, সেটিংস পরিবর্তনের জন্য জিমেইলের সেটিংস অপশনে যেতে হবে এবং পছন্দ অনুযায়ী ভাষা নির্বাচন করতে হবে।
এ বিষয়ে গুগলের এক মুখপাত্র জানান, বিভিন্ন ভাষার স্বর ও রীতি সঠিকভাবে উপস্থাপনের জন্য ভাষাবিদদের সঙ্গে কাজ করছে গুগল। এছাড়া এ সেবা ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেটিও খতিয়ে দেখছে গুগলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্লেষকদের মতে, ইন্টারনেটের সুবাদে গোটা বিশ্ব এখন একটি ডিজিটাল গ্রামে রূপান্তর হয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে ইন্টারনেটের কল্যাণে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এ অবাধ যোগাযোগের ক্ষেত্রে অধিকাংশ সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাষাগত সমস্যা। তবে জিমেইলে নতুন ভাষা সংযোজন করায় এ সমস্যা অনেকাংশে দূর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।