ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ‘অলটাইম ক্রিকেট’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২১ মে ২০১৯

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে ক্রিকেটবিষয়ক ‘অলটাইম ক্রিকেট’ অ্যাপ তৈরি হয়েছে। গত ৮ মে গুগলের প্লেস্টোরে উন্মুক্ত হয়েছে অ্যাপটি।

অ্যাপটির তৈরি করেছেন অনামিকা সুলতানা এবং ইমদাদুল হক নির্ঝর। এই অ্যাপটির মাধ্যমে বিশ্বকাপের সূচি, কোন ভেনুতে কী ম্যাচ হবে, পছন্দের দলের ম্যাচসূচি, বিশ্বকাপ টিম স্কোয়াড, পয়েন্ট টেবিল, লাইভ স্কোর, প্রতিটা ম্যাচের ফলাফল, ক্রিকেটবিষয়ক কুইজ, বিশ্বকাপ ইতিহাস বিষয় জানতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।

এ বিষয়ে অনামিকা সুলতানা বলেন, ‘আমরা ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে চেষ্টা করেছি একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে সব কিছু রাখার। নোটিফিকেশনের মাধ্যমে খেলার আপডেট জানাবে এই অ্যাপ। এ ছাড়া ক্রিকেট কুইজের মাধ্যমে ক্রিকেটবিষয়ক অনেক তথ্য জানা যাবে।’

অ্যাপটি play.google.com/store/apps এই ঠিকানায় পাওয়া যাবে।

এএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।