৫০ লাখ বন্ধু পেলো গ্রামীণফোন
৫০ লাখ বন্ধু পেলো মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোন। বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোন তার ফেসবুক পাতায় ৫০ লক্ষ ফ্যান অর্জন করেছে।
গ্রাহকদের ধন্যবাদ দেয়ার মাধ্যমে এই সাফল্য উদযাপন করার জন্য গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান প্রতিষ্ঠানটির কর্মীদের নিয়ে বৃহস্পতিবার বসুন্ধরায় এর কর্পোরেট অফিসের সামনে বিজয় সেলফি তোলেন।
প্রতিষ্ঠানটি এর ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিতকরণ প্রয়াসের আরেকটি মাইলফলক অর্জন করার কারণেই এই উদযাপন। গ্রামীণফোনের ফেসবুক পেইজ গ্রাহকসেবা দেয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় অনলাইন পোর্টালে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠানটির একদল উদ্যমী কর্মী সবসময় গ্রাহকসেবা নিশ্চিত করতে দিনের ২৪ ঘণ্টা নিরলস কাজ করে যাচ্ছে। ৫ দিন ধরে বিজয় উদযাপনের অংশ হিসেবে গ্রামীণফোন গ্রাহকরাও পাচ্ছেন বিনামূল্যে জিপি মিউজিক স্ট্রিমিং৫০টি গান ডাউনলোডের সুযোগ এবং প্রিপেইড গ্রাহকদের একটি বিশেষ ডাটা প্যাকেজ যা পরবর্তীতে জানানো হবে।
এছাড়াও জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা উপস্থিত থাকছেন রেডিও ফূর্তির লাইভ জিপি লাউঞ্জ অনুষ্ঠানে। তারা গাইবেন গ্রামীণফোনের ফেসবুক পেইজ থেকে আসা ফ্যানদের অনুরোধের গান।
পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের গ্রামীণফোন গ্রাহকরা পাচ্ছেন ফুড পান্ডায় অর্ডার দেয়া খাবারের ফ্রি হোম ডেলিভারি।
এসএ/এসএইচএস/পিআর