প্রযুক্তি সাংবাদিকদের নতুন সংগঠন টিএমজিবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

যাত্রা শুরু করলো প্রযুক্তি সাংবাদিকদের নতুন সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন : গণমাধ্যমের সংকট ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে টিএমজিবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রযুক্তি বিশেষজ্ঞ টিআইএম নূরুল কবীর।

আলোচনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল যুগ ও এর রূপান্তর অনিবার্য। তাই ডিজিটাল রূপান্তর না ঠেকিয়ে এটিকে কীভাবে সামলানো যায় সেটি বের করতে হবে। আমাদের তথ্যপ্রযুক্তি খাত সামগ্রিকভাবে যেভাবে এগিয়ে গেছে, গণমাধ্যমগুলোকেও সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, প্রচলিত গণমাধ্যমের সাথে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় এবং সহজ পার্থক্যটি হলো, মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টার‌্যাক্ট করতে পারে। ফেসবুক যখন কার্যক্রম শুরু করে, তখন অনেকে ভেবেছিল এটি বেশি দিন থাকবে না। মানুষ ইন্টার‌্যাক্ট করতে পারে বলেই প্রতিষ্ঠানটি আজ বিলিয়নস ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে।

টিএমজিবি আহ্বায়ক মুহম্মদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া গোলটেবিল আলোচনায় অংশ নেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, বিডিজবস ডট কম ও আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, বেসিসের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, বেসিস পরিচালক দিদারুল আলম সানি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।