২৭ সেপ্টেম্বর দেখা মিলবে সুপারমুন লুনার একলিপ্স`র


প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

দীর্ঘ ৩৩ বছর পর সুপারমুন লুনার একলিপ্স দেখা যাবে আকাশে। শেষবার ১৯৮২ সালে দেখা গিয়েছিল এই সুপারমম চন্দ্রগ্রহণ। যা এবার ২৭ সেপ্টেম্বর আকাশে দেখা যাবে।

সুপারমুন লুনার একলিপ্স হলো- সুপারমুন ও চন্দ্রগ্রহণ যখন একসঙ্গে ঘটে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে এটা সবারই জানান। সেই কারণে প্রতি মাসে একবার পূর্ণিমা ও একবার অমাবস্যা দেখতে পাই আমরা। যখন চাঁদ পৃথিবীর সবথেকে কাছে চলে আসে তখন পূর্ণিমার চাঁদকে আমরা সাধারণত যেই আকারে দেখি, তার থেকে ১৪ শতাংশ বড় ও উজ্জ্বল দেখায়। আর এই ঘটনাকে বলা হয় সুপারমুন।

অন্যদিকে, চাঁদ যখন পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তখন হয় চন্দ্রগ্রহণ। চাঁদ এই সময় লাল রঙের দেখতে লাগে। ২৭ সেপ্টেম্বর রাত ৯টা ৭ নাগাদ শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের আকাশে দেখা যাবে। পূর্ণগ্রহণ শুরু হবে রাত ১১টা ১১ নাগাদ।

বিরল এক ঘটনার সাক্ষী হতে চলেছে সেপ্টেম্বরের আকাশ। সুপারমুন লুনার একলিপ্স দেখার সুযোগ একেবারেই হাতছাড়া করা ঠিক হবে না। কারণ ২০৩৩ সালের আগে আর মিলবে না এ সুযোগ।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।