শাওমি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ২০ এপ্রিল ২০১৯

তুলনামূলক পুরোনো স্মার্টফোনে আর সফটওয়্যার আপডেট পাঠাবে না শাওমি। এই তালিকায় রয়েছে ২০১৮ সালে উন্মুক্ত হওয়া একাধিক স্মার্টফোন।

শিগগিরই বেশিরভাগ শাওমি ফোনে পৌঁছে যাবে MIUI 11 স্কিন। তবে কিছু স্মার্টফোন এই আপডেট পাবে না।

জেনে নিন যে ১০ শাওমি স্মার্টফোনে আপডেট পৌঁছাবে না -

শাওমি রেডমি ৬, ৬এ, রেডমি ওয়াই ২, রেডমি ৪, রেডমি ৪এ, রেডমি নোট ৪, রেডমি ৩এস, রেডমি ৩এক্স, রেডমি নোট ৩, রেডমি প্রো।

এর মধ্যে অনেকগুলো ফোন ২০১৮ সালের শেষ দিকে উন্মুক্ত হয়েছে। রেডমি ৬ ও রেডমি ৬এ এর মতো ফোনগুলো এর মধ্যে অন্যতম। বাজারে আসার এক বছরের মধ্যে এই ফোনগুলোতে আপডেট পাঠানো বন্ধের সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই।

সেলফির জন্য বেশ জনপ্রিয় রেডমি ওয়াই ২ ফোনের আপডেটও আর আসবে না। শিগগিরই বাজারে আসবে রেডমি ওয়াই ২ ফোনের পরবর্তী ভার্সান রেডমি ওয়াই ৩।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রেডমি ওয়াই ৩ প্রসঙ্গে একের পর এক টিজার প্রকাশ করেছেন শাওমি প্রধান মনু কুমার জৈন। সেই টিজারে এই ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার খবরও পাওয়া গেছে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।