ফেসবুক চলবে মুখের কথায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ২০ এপ্রিল ২০১৯

এবার মুখের কথায় চলবে ফেসবুক। এমনই প্রযুক্তি আনছে প্রতিষ্ঠানটি। তবে মুখের কথায় কীভাবে কাজ করবে তা পরিষ্কার নয়।

বুধবার সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ শুরু করেছে।

ফেসবুকের এআই-সহায়ক পোর্টাল ভিডিও চ্যাট পরিষেবা বর্তমানে আমাজনের আলেক্সা মাধ্যমে ব্যবহার করা যায়।

ফেসবুকের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমরা ভয়েস এবং এআই-সহায়ক প্রযুক্তির বিকাশের জন্য কাজ করছি যা পোর্টাল, অকলাস এবং ভবিষ্যতের পণ্যসহ এআর/ভিআর ক্ষেত্রে কাজ করতে পারে।

অর্থাৎ মুখের কথায় গোটা ফেসবুক ব্যবহার করতে পারবেন। গত বছর তার মেসেজিং অ্যাপে ‘এম’ নামের একটি চ্যাট অ্যাসিস্ট্যান্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।

জানা গেছে, ফেসবুক পোর্টাল এবং পোর্টাল ও ভিডিও চ্যাট স্পিকার স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট সাউন্ড নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে। ফেসবুক প্ল্যাটফর্ম হ্যান্ডস ফ্রি নিয়ন্ত্রণ নিয়ে আসতে চলেছে।

শুধুমাত্র ‘হেই পোর্টাল’ বলার মাধ্যমে এবং কাকে ডাকতে চান তার নাম উচ্চারণ করলে ভিডিও কল থেকে শুরু করে তার সঙ্গে ফেসবুক মাধ্যমে যাবতীয় কাজ করা যাবে।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।