যে স্মার্টফোনে চলবে না ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৬ এপ্রিল ২০১৯

এপ্রিলের পর কয়েকটি স্মার্টফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মতো সোশ্যাল সাইট আর কাজ করবে না। সম্প্রতি মাইক্রোসফট এ তথ্য জানিয়েছে।

মাইক্রোসফট বলছে, উইন্ডোজ ফোনের জন্য ফেসবুক সাপোর্ট বন্ধ করা হচ্ছে। তবে কয়েকটি থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবের সাহায্যে ফেসবুক চালানো যাবে। একই ঘটনা ঘটবে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ক্ষেত্রেও।

এরই মধ্যে উইন্ডোজ ফোন তৈরি বন্ধ করেছে মাইক্রোসফট। আসছে ডিসেম্বর থেকে উইন্ডোজ ফোনের জন্য কোনো নিরাপত্তা আপডেট দেবে না এই প্রতিষ্ঠানটি।

স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে যে, শুধু ফেসবুক নয়! উইন্ডোজ ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ৩০ এপ্রিলের পর বন্ধ হয়ে যাবে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।