কোটি ছাড়িয়েছে গ্রামীণফোনের ফোরজি গ্রাহক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০১৯

ফোরজির বয়স মাত্র ১৪ মাস। এরই মধ্যে ১ কোটি ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে গ্রামীণফোন। গত বছরের ফেব্রুয়ারিতে ফোরজি উদ্বোধনের পর একইবছরের নভেম্বরেই ৫০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি।

ফোরজি গ্রাহকের মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি। মাত্র পাঁচ মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির যুক্ত হয় আরও ৫০ লাখ ফোরজি গ্রাহক। সোমবার গ্রামীণফোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে ৩ কোটি ৭০ লাখের বেশি গ্রাহক গ্রামীণফোনের মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে।

গ্রামীণফোনের ডিসিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, আমাদের অর্জন অপ্রত্যাশিত। এশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত সময়ে ফোরজি প্রযুক্তি বিস্তারে বাংলাদেশ অন্যতম। একটি দেশ মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তির বিস্তারের মাধ্যমে কত দ্রুত ডিজিটাইলাজেশনের দিকে এগিয়ে যেতে পারে এবং নতুন নতুন সম্ভাবনা তৈরি করতে পারে -বাংলাদেশ এখন তারই একটি উদাহরণ। এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।