কোন অ্যাপ আপনার স্মার্টফোন স্লো করছে? যেভাবে বুঝবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ৩১ মার্চ ২০১৯

রাইড শেয়ারিং একটি অ্যাপ খুললেই স্লো হয়ে যাচ্ছে পুরো ফোন। অথচ সারাদিন ফেসবুক, ইউটিউব ব্যবহার করছেন কোন সমস্যা হচ্ছে না।

হতে পারে ওই রাইড শেয়ারিং অ্যাপটি আপনার স্মার্টফোন স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ। তবে স্মার্টফোন একটানা দীর্ঘ সময় ব্যবহারের ফলেও স্লো হয়ে যায়। কারণ হাই পারফরম্যান্স গ্রাফিক গেম, অ্যাপ্লিকেশন, ছবি ইত্যাদি ফোনের স্টোরেজ বা গতিকে প্রভাবিত করে।

এসব সমস্যা সমাধানে ৬ বা ৮ জিবি র‍্যামের ফোন বাজারে এসেছে। তবে সে সব ফোনের দাম তুলনামূলক বেশি।

আজ আপনাকে জানাবো কিভাবে বুঝবেন কোন অ্যাপ আপনার স্মার্টফোন স্লো করছে?

স্মার্টফোন স্লো হয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে যতটা সম্ভব কম অ্যাপ রাখুন। একই সঙ্গে যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন না সেগুলো আন-ইনস্টল করুন। এতে ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে।

১. প্রথমে ফোনের সেটিং এ যান এবং স্টোরেজ/মেমরি অপশনে ক্লিক করুন।

২. এখানে স্টোরেজ লিস্টে দেখতে পাবেন কোন অ্যাপ আপনার ফোনের কত স্টোরেজ নিয়ে রেখেছে।

৩. এবার মেমরি অপশনে ক্লিক করে Memory used by apps এর উপর ক্লিক করুন।

৪. এখানে আপনাকে ৪ ভাগে অ্যাপের ব্যবহার দেখাবে। যেমন- ৩ ঘন্টা, ৬ ঘন্টা ,১২ ঘন্টা ও ২৪ ঘন্টা।

এটি দেখার পর আপনি সহজেই বুঝে যাবেন কোন অ্যাপ আপনার ফোনের র‍্যাম বেশি ব্যবহার করছে। সাথে সাথে তাকে ডিলিট করতে পারেন। এভাবে আপনার ফোনকে স্লো হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।