ভাঁজ করা স্মার্টফোনে কী আছে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ মার্চ ২০১৯

বাংলাদেশে প্রদর্শন করা হয়েছে হুয়াওয়ের আলোচিত ভাঁজ করা ফাইভজি স্মার্টফোন। বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচনের পর বিভিন্ন দেশ ঘুরে ফোনটি বাংলাদেশে এসেছে।

ভাঁজ করা অবস্থায় এই স্মার্টফোনের ফুল ডিসপ্লে ৬.৬ ইঞ্চি। এছাড়াও ভাঁজ ছাড়া এর ডিসপ্লে ৮ ইঞ্চি ট্যাবলয়েডের মতো। পুরুত্ব ৫.৪ মিলিমিটার।

ফালকন উইং মেক্যানিকাল হিংসহ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ফাইভজির অত্যাধুনিক চিপসেট বেলং ৫০০০।

হুয়াওয়ের ফাইভজি সার্পোটেড এই ফোনে রয়েছে লেইকার ক্যামেরা। সেই সাথে ক্যামেরা সংক্রান্ত অত্যাধুনিক সব প্রযুক্তি ও ফিচার।

ব্যাটারি ৪৫০০ এমএএইচ। এর চার্জ সংরক্ষণে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। সুপার চার্জিংয়ের সাহায্যে স্মার্টফোনটি মাত্র ৩০ মিনিটেই ৮৫ শতাংশ চার্জ করা যাবে।

মেট এক্স মডেলের এই স্মার্টফোনে বিশ্বে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ৭ ন্যানোমিটারের ৫জি মডেম। যার ডাউনলোড স্পিড ব্যবহারকারীর অভিভূত করবে বলে আশা করছে হুয়াওয়ে।

চলতি বছরেই ভারতে বাজারে আসবে এই স্মার্টফোন। তবে বাংলাদেশে কবে আসবে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।