বিটিআরসির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৩ মার্চ ২০১৯

রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্থায়ী নিজস্ব ভবন। বুধবার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হকসহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসির কর্মকর্তারা।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এই ভবন হবে টেলি যোগাযোগ প্রযুক্তির নিয়ন্ত্রক। নিজস্ব ভবনে কার্যক্রম চালু হলে এই খাত আরও সমৃদ্ধ হবে। আশা করা যায় ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে এ ভবনের নির্মাণ কার্যক্রম শেষ হবে।

আরএম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।