বিশ্বব্যাপী জিমেইল ও গুগল ড্রাইভ ব্যবহারে বিভ্রাট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৩ মার্চ ২০১৯

বিশ্বব্যাপী জিমেইল ও গুগল ড্রাইভ ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীদের অভিযোগ, তারা ফাইলে প্রবেশ করতে পারছেন না। এমনকি কোনো ফাইল পাঠাতেও পারছেন না।

বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জিমেইল ও গুগল ড্রাইভ ব্যবহারে বিভ্রাটের খবর আসে।

অভিযোগগুলো মূলত উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপ থেকে আসতে থাকে। 

ঘটনার সত্যতা স্বীকার করে গুগল জানায়, বিভ্রাটের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে ব্যবহারকারীরা বিভিন্ন উপায়ে তাদের ফাইলে ঢুকতে পারছেন।

বিশ্বে জিমেইলের এক বিলিয়ন ব্যবহারকারী আছে জানিয়ে আমেরিকান উদ্যোক্তা ও প্রাক্তন গুগলার ক্রিস সাকা বলেন, তার যাবতীয় কাজ জিমেইলের মাধ্যমে পরিচালিত হয়।

বাংলাদেশেও কিছুদিন ধরে জিমেইল থেকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।

এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।