বিশ্বের কোন দেশে মোবাইল ইন্টারনেট সবচেয়ে সস্তা?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১১ মার্চ ২০১৯

বিশ্বের মধ্যে ভারতে মোবাইল ইন্টারনেট সবচেয়ে সস্তা! দেশটিতে ১ জিবি ইন্টারনেট ডেটার জন্য ব্যবহারকারীদের গড়ে মাত্র ১৮.৫ টাকা খরচ করতে হয়।

যা বিশ্বের অন্যান্য দেশে প্রায় ৬০০ টাকা। ক্যাবল.কো.ইউকে নামের এক ওয়েবসাইটের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১ জিবি ডেটার দাম গড়ে ০.২৬ মার্কিন ডলার। ব্রিটেনে এ জন্য খরচ করতে হয় ৬.৬৬ মার্কিন ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রে ওই ১ জিবি ডেটার জন্য গ্রাহকদের গড়ে ১২.৩৭ মার্কিন ডলার করে গুনতে হয়।

বিশ্বে ১ জিবি ডেটার গড় দাম ৮.৫৩ মার্কিন ডলার। বিশ্বের ২৩০টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে এই তুলনামূলক রিপোর্টটি তৈরি করা হয়েছে।

বর্তমানে ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৪৩০ মিলিয়ন ছাড়িয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীর নিরিখে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম স্থানে আছে চীন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।