এবার ফেসবুক ম্যাসেঞ্জারে ডার্ক মোড!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:০২ পিএম, ০৪ মার্চ ২০১৯

ইউটিউবের পর এবার ফেসবুক ম্যাসেঞ্জারে আসছে ডার্ক মোড ফিচার। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ফেসবুক।

তবে কোন কোন দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি ছাড়া হয়েছে তা জানা যায়নি।

জানা গেছে, ব্যবহারকারীরা অ্যাপের মি সেকশনে ‘ডার্ক মোড’ ফিচার দেখতে পাবেন। ব্রাইটনেস বাড়িয়ে ফিচারটি পরীক্ষা করার সময় চোখে বেশি আলো পড়তে পারে।

ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা স্ক্রিনের উজ্জ্বলতা বা হোয়াইট মোড। স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি। এমন চিন্তা করে গত বছর এফ৮ কনফারেন্সে এমন ফিচার আনার ঘোষণা দিয়েছিল ফেসবুক।

এর আগে গেল ফেব্রুয়ারিতে ম্যাসেঞ্জারে পাঠানো মেসেজ ১০ মিনিটের মধ্যে ডিলিট করার সুবিধা চালু করে ফেসবুক।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।