দুর্যোগ মোকাবেলা করবে রোবট


প্রকাশিত: ০৩:০১ এএম, ২৮ আগস্ট ২০১৫

বিজ্ঞানের ক্রমবিকাশের কারণে ধীরে ধীরে মানুষ প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরই ধারাবাহিতায় বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক ধরনের রোবট যা দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সাহায্য করবে।

ক্যামেরা, মাইক্রোফোন এবং সেন্সরসংবলিত এ রোবট ও ড্রোনগুলো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদের অবস্থানের ছবি পাঠিয়ে উদ্ধার কাজে সাহায্য করছে।

২০০৫ সালের ৩১ আগস্ট হারিকেন ক্যাটরিনা মেক্সিকো উপসাগর উপকূলে আঘাত হানার দু’দিন পর ওই এলাকায় রোবট পাঠানো হয়। রোবটগুলো আক্রান্ত ব্যক্তি এবং উদ্ধারকারীদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেন্টার ফর রোবটিক অ্যাসিসটেড সার্চ অ্যান্ড রেসকিউর (সিআরএএসএআর) পরিচালক ড. বিন মারফি জানান, দুর্যোগ-পরবর্তী ৭২ ঘণ্টায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্যোগে বিঘ্নিত সেবা পুনরায় চালু করতে এই রোবটগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এ ছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের সময় ড্রোনের মতো জনহীন ইউএভি যান বিশেষ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি।

ফুকুশিমা দুর্যোগে মারাত্মক বিপজ্জনক পরিবেশে রোবোসিমিয়ান নামক রোবটটি কাজ করে। এ রোবট স্বল্পশক্তির রাডার ব্যবহার করে ধ্বংসাবশেষে চাপা পড়া অবস্থায় আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস এবং হার্টবিট শনাক্ত করতে পারে।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।