ইনকগনিটো মোডেও গুগল ক্রোমের তথ্য ফাঁস!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

ব্রাউজিং তথ্য লুকিয়ে রাখতে ইনকগনিটো মোড ব্যবহার করেন ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে ইনকগনিটো মোডেও গুগল ক্রোমের তথ্য ফাঁস হচ্ছে বলে দাবি করেছেন একদল সফটওয়্যার বিশেষজ্ঞ।

যা নিয়ে এরই মধ্যে ব্যবহারকারীরা প্রতিবাদ জানিয়েছে। ফলে ব্রাউজার সংক্রান্ত এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে গুগল ক্রোম কর্তৃপক্ষ।

জানা গেছে, র‌্যামের ভেতরে ভার্চুয়াল এক ফাইল সিস্টেমে ইনকগনিটো তথ্য সেভ করা হবে এবং ব্যবহারের পর তা অটো-ডিলিট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে ইনকগনিটো মোডের কোনও তথ্য জানা সম্ভব হবে না।

বর্তমানে ক্রোম ভার্সন ৭২ বাজারে রয়েছে। ভার্সন ৭৪ থেকে ক্রোম ব্রাউজার সম্পর্কিত এই সমস্যার আপডেট ছাড়া হবে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।