ইন্সটাগ্রামে যে ছবি পোস্ট করা যাবে না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে এমন ছবি সরিয়ে দিচ্ছে ইন্সটাগ্রাম। শুধু তাই নয়, ভবিষ্যতে এমন ছবি পোস্ট করা যাবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইন্সটাগ্রাম জানিয়েছে, ব্যবহারকারী কিশোর-কিশোরীর অভিভাবকদের আপত্তির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম ম্যসেরি জানান, মানুষের নিরাপত্তার থেকে গুরুত্বপূর্ণ কিছু হয় না। তাই আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে, এমন কোনও ছবি শেয়ার করা যাবে না।

১৪ বছরের মার্কিন কিশোরী মলি রাসেলের আত্মহত্যার পর সমালোচনার সূত্র ধরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মলির বাবার অভিযোগ ছিল, ইন্সটাগ্রামের কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।