কাঠের জিনিসের পসরা বসিয়েছে ডাবটেইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

কাঠ দিয়ে তৈরি শো-পিস ও নিত্য প্রয়োজনীয় নানা পণ্য নিয়ে উদ্যোক্তা হাটে এসেছে ডাবটেইল।

ডাবটেইলের অন্যতম উদ্যোক্তা রাফিদ ওয়াহিদ জানান, কাঠের প্রতি মানুষের আলাদা আগ্রহ রয়েছে। সে জন্য আমরা কাঠ দিয়ে বিভিন্ন ধরনের শো-পিস তৈরি করছি। ২০১৫ সাল থেকে আমরা এই কাজ করছি।

তিনি আরো বলেন, ডাবটেইল মূলত একটি অনলাইন উদ্যোগ। ব্যতিক্রমী শো-পিস তৈরি করায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। রাজধানীর মধ্যবাড্ডায় আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে।

উদ্যোক্তা হাট উপলক্ষে আমরা ফ্রি ডেলিভারি ও পছন্দ অনুযায়ী শো-পিস তৈরির অফার দিচ্ছি। যে কেউ fb.me/dovetailbd থেকে আমাদের পণ্য দেখতে ও অর্ডার দিতে পারবেন।

শুক্রবার ধানমণ্ডির ২৭ নম্বরে ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে শুরু হওয়া এই হাট আগামী রোববার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হাট খোলা থাকবে। এতে ৫০টি স্টলে উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন ও বিক্রি করছেন।

এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম।

এএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।