বাংলাদেশি স্টার্ট-আপে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের এক্সেস সেন্টার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের স্টার্ট-আপে সাহায্য করবে যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান মার্কেট এক্সেস সেন্টার (ইউএস এমএসি)। বিশ্বব্যাপী স্টার্ট-আপদের পরামর্শ এবং আন্তর্জাতিক ভাবে তহবিল পেতে সাহায্য করে এই প্রতিষ্ঠানটি।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও ইউএস এমএসির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও মার্কেট এক্সেস সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র সফরকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্যালিফোর্নিয়াতে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।