খুলনায় বিসিএস ডিজিটাল এক্সপো শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

ডিজিটাল বাংলাদেশ মানেই হচ্ছে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকর গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন ও সাফল্য। তথ্যপ্রযুক্তির উন্নতিতে রাজধানী আর খুলনায় কোন পার্থক্য নেই। যত বেশি তথ্যপ্রযুক্তি সম্পর্কিত মেলা হবে, ততবেশি খুলনার জনগণ প্রযুক্তি বান্ধব হবে।

শনিবার সকালে খুলনায় বিসিএস ডিজিটাল এক্সপো উদ্বোধনকালে এসব কথা বলেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

স্থানীয় সিটি কনভেনশন সেন্টারে শুরু হওয়া এই এক্সপো আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এক্সপোর আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, বিসিএস ডিজিটাল এক্সপোতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। বর্তমান সরকার তথ্যপ্রযুক্তি বান্ধব। শিক্ষাখাত থেকে শুরু করে সরকারের সবকাজ ডিজিটাল হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এখন আর কোন কাজ সম্পন্ন করার জন্য কার্যালয়ে যাওয়া বাধ্যতামূলক নয়। অনলাইনে সবকাজ সম্পন্ন করার জন্য ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড লাইন পৌঁছে দেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির আলো সারাদেশে ছড়িয়ে পড়েছে।

বিসিএস এক্সপো খুলনা'র কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিসিএস'র পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, সারাদেশে বিসিএস তথ্যপ্রযুক্তি সম্পর্কে মানুষের আগ্রহ তৈরি করতে কাজ করে যাচ্ছে। তথ্যপ্রযুক্তিতে আমাদের সফলতাও ঈর্ষণীয়। তথ্যপ্রযুক্তিতে আমরাই একমাত্র সংগঠন, যারা একযোগে সারাদেশে বিসিএস এক্সপো করেছে। খুলনার এই এক্সপো খুলনার মানুষদের প্রযুক্তি বান্ধব করতে সহায়ক হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিএস মহাসচিব মোশারফ হোসেন সুমন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এল এম হাবিব, বিসিএস খুলনার শাখার চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, জয়েন্ট সেক্রেটারি শেখ শাহিনুর আলম সিদ্দিক প্রমুখ।

বিসিএস এক্সপোতে প্রবেশ মূল্য ২০ টাকা। শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই এক্সপো খোলা থাকবে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।