ছবি চুরির অভিযোগে ২৯টি অ্যাপস সরিয়ে দিল গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

নিরাপত্তার জন্য প্লে-স্টোর থেকে বেশ কিছু অ্যাপস সরিয়ে দিয়েছিল গুগল। এবার সেই একই কারণে প্লে-স্টোরে আবারও ছাঁটাইয়ে ছুড়ি বসিয়েছে গুগল। গ্রাহকদের তথ্য চুরির অভিযোগে গত ডিসেম্বরের পর এবার ছবি চুরির অভিযোগে ২৯টি অ্যাপস সরিয়ে দেয়া হয়েছে।

নিরাপত্তার জন্য ট্রেন্ড মাইক্রোর কাছে দায়িত্ব দিয়েছিল গুগল। সবকিছু খতিয়ে তারা মোট ২৯টি ক্ষতিকর অ্যাপসের তালিকা দিয়েছে। যার মধ্যে বেশিরভাগই উন্নত ক্যামেরা বিউটি এবং ক্যামেরা ফিল্টার অ্যাপস। যার সাহায্যে খারাপ ছবিকেও আকর্ষণীয় করে তোলা যায়।

অ্যাপসগুলোর সাধারণত এশিয়াতে বেশি ব্যবহার হতো। এসব অ্যাপস মোবাইল ফোনে একবার ইনস্টল করলে গ্রাহকের সব ছবি হাতিয়ে নিত। ফলে প্লে-স্টোর থেকে ওই ২৯টি ক্ষতিকর অ্যাপস সরিয়ে দেয়া হয়েছে।

তথ্য ও ছবি চুরির তালিকায় রয়েছে- আর্ট ফিল্টার ফটো, কার্টুন এফেক্ট, ফটো এডিটর, ওয়ালপেপার্স এইচ ডি, ম্যাজিক আর্ট ফিল্টার ফটো এডিটর, আর্ট ফিল্টার এবং প্রিজমা ফটো এফেক্ট অ্যাপস। অ্যাপলের প্রিজমার অনুকরণে প্রিজমা ফটো এফেক্ট অ্যাপস আনা হয়েছিল।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।