সংযুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৬ জানুয়ারি ২০১৯

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারকে সংযুক্তকরণের পরিকল্পনা করছে ফেসবুক। প্রতিটি পরিষেবার জন্য পৃথক অ্যাপ থাকলেও এতে যুক্ত হবে চ্যাট অপশন।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গোটা বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। তবে ২০২০ সালের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে মার্ক জুকারবার্গের সংস্থাটি।

২০১৪ সালে বিলিয়ন ডলার খরচ করে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে ফেসবুক। এর দুই বছর পর ১৯ বিলিয়ন মার্কিন ডলার খরচে হোয়াটসঅ্যাপও অধিগ্রহণ করে তারা।

তবে এই সংযুক্তিকরণ উদ্যোগ ঘিরে ফেসবুকের অভ্যন্তরে বিক্ষোভ দেখা দিয়েছে। এর প্রতিবাদে বেশ কয়েকজন কর্মী সংস্থা ছাড়ার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।